ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

সিলেট: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ালিছ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কামরুজ্জামান নামে তার প্রাইভেট কার চালক।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিজস্ব প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন ইয়ালিছ মিয়া।

পথে ইসলাম ফিলিং স্টেশনের সামনে এলে তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চালক কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ালিছকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনা রাতে ঘটলেও খবর পেয়েছি শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে। এখনো মরদেহের সুরতহাল করা হয়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।