ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চার ডাকাত সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
রাজধানীতে চার ডাকাত সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর মগবাজার ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-মো. সিরাজ আহমেদ (২৮), মো. জাহাঙ্গীর (৩৫), সাইফ শুভ (৩০) ও আলামিন (২৯)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে মগবাজার চেয়ারম্যান গলির আমবাজার এলাকায় ও হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

তাদের নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।