শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর গ্রামে দুধকুমর নদীর তীরে শত শত এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘোগাদহ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন, বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল মিয়া, আব্দুল আউয়াল ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শামসুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত একমাসে দুধকুমার নদের ভাঙনে ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর, খামার রসুলপুর, খাড়ুয়ারপাড়, জেলেপাড়া গ্রামের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি ও শত শত হেক্টর আবাদি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে রসুলপুর তীররক্ষা বাঁধসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত বসতঘর ও ফসলি জমি।
তারা আরো বলেন, অথচ ভাঙনরোধে কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। বার বার সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও কেউ এসব এলাকা পরিদর্শন করতে আসেননি। এ অবস্থায় ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে জোর দাবি জানায় স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এফইএস/এএটি