ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন নৌপ্রধান নৌপ্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউপোর্টে অনুষ্ঠিত ‘২৩তম আন্তর্জাতিক সি-পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ শেষে নৌপ্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।            

নৌপ্রধান গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউপোর্টে অবস্থিত নেভাল ওয়্যার কলেজে আয়োজিত সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামে বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌপ্রধানরা, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকরা অংশ নেন।

নৌপ্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন দেশ থেকে আগত নৌপ্রধান ও সমুদ্র বিশেষজ্ঞদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় সিম্পোজিয়ামে মেরিটাইম চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্দ্যোগে সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা দমন, উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা, সমুদ্রপথে অস্ত্র-মাদক ও মানব পাচাররোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  

এর আগে সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে নৌপ্রধান গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।