ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সদরঘাটে ট্রলার ডুবে ২ শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সদরঘাটে ট্রলার ডুবে ২ শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা): সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মাহিয়া (৯) ও আলভী নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝ নদীতে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।  

সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রলারটি ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ওয়াইজঘাট এলাকা থেকে পোস্তগোলার উদ্দেশে রওনা হয়েছিলো।

ফরাশগঞ্জ ঘাট বরাবর এলে চাঁদপুর থেকে আসা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।