ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষ জনশক্তি গড়তে পাশে আছে বসুন্ধরা গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
দক্ষ জনশক্তি গড়তে পাশে আছে বসুন্ধরা গ্রুপ বক্তব্য রাখছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান/ছবি: শাকিল

ঢাকা: বর্তমান প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জ্ঞানের কোনো বিকল্প নেই। দেশের জন্য কল্যাণকর দক্ষ জনশক্তি গড়তে বসুন্ধরা গ্রুপ সবসময় সঙ্গী হয়ে থাকবে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অডিটোরিয়ামে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ 'জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮'র চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞানগর্ভ পরিণত মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি অন্য কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা উচিত। বিতর্ক প্রতিযোগিতা তার মধ্যে একটি অনন্য মাধ্যম। এ ধরনের কার্যক্রমে আমরা আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।  
‘এবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় আমরা আগামীতেও থাকবো। এবার সারা দেশের প্রায় ৬০০ স্কুলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। আগামীবার এক হাজারেরও বেশি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছি। আর আমরাও সে রকম ব্যবস্থা বা বৃহৎ আকারে আয়োজন করবো। ’

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।  

পুরস্কার বিতরণ শেষে তিনি জানান, আগামীবার ১০০০ স্কুলের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসময় তিনি 'জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮'র বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন। যা বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে দেশের মধ্যে সর্বোচ্চ অংকের পুরস্কার। বিজয়ী দলটি হলো সুদূর শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। একই সময় দ্বিতীয় স্থান অধিকারী ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ৬০ হাজার টাকা এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে পেয়েছে ৩০ হাজার টাকা।

পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা

চলতি বছরের ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বমোট ৫৪৪ স্কুল।  

অনুষ্ঠানে মূল পর্বের উপস্থাপনা করেছেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বসুন্ধরা পেপার মিলসের মহাব্যবস্থাপক তৌফিক হাসান, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, বসুন্ধরা খাতার সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ আল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আমি এই প্রতিযোগিতার অধিকাংশ বিতর্ক নিজে উপস্থিত থেকে দেখেছি। আজকের বিতর্ক যখন হচ্ছিল তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো বিতার্কিকদের কথা শুনছিলাম। তারা আগামী প্রজন্ম, তারা যেভাবে ব্যাখ্যা করেছে সবকিছু সেটা আসলেই সবাইকে পুলকিত করেছে।  

এ সময় বিতর্ক প্রতিযোগিতার মডারেটর  ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলেন, বসুন্ধরা গ্রুপ সফলভাবে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আশা করি, বসুন্ধরা গ্রুপ ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।