ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় ৩ ছেলে-মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় ৩ ছেলে-মেয়ে আটক রাস্তায় ফেলে রেখে আসা বৃদ্ধা মা

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ দিতে অস্বীকার করে রাতের অন্ধকারে বাশঁ বাগানের নিচে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তিন ছেলে-মেয়েকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- বৃদ্ধার ছেলে ডাকু শেখ (৫৫), বাবু শেখ (৪৩) এবং মেয়ে কুলসুম বেগম (৪০)।

উল্লেখ্য, বৃদ্ধা মায়ের (৮৬) দায়িত্ব নিতে অস্বীকার করে তাকে বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাস্তায় ফেলে রেখে যায় তার সন্তানেরা। পরে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের ভয় দেখিয়ে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসেন।  

স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী ৩০ বছর আগে মারা গেছেন। অনেক কষ্ট করে তিনি ছেলে মেয়েদের মানুষ করেছেন। বয়সের কারণে তিনি বর্তমানে বিভিন্ন রোগে ভুগছেন। এখন তিনি আর কোনো কাজ করতে পারেন না। ছেলে মেয়েদের বোঝা (বিরক্ত) হয়ে গেছেন তিনি। তিন ছেলের আলাদা সংসার থাকলেও কোনো ছেলেই তার দায়িত্ব নিতে চায়না। তাই রাতে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে ছেলেরা। গ্রামের লোকেরা ছেলেদের অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউ তার দায়িত্ব নিতে নারাজ।  

ঘটনার পর থেকে বৃদ্ধার ছেলে-মেয়েরা পলাতক ছিল। লোহাগড়া থানা পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলে জানান লোহাগড়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল সালাম সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।