ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ট্রেন। ফাইল ফটো

নেত্রকোনা: ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সকাল থেকে বন্ধ থাকার পর নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ জিআর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ফরাজি বাংলানিউজকে জানান, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার ঠাকুরাকোণায় একটি লোকাল ট্রেনের (২৬১৮) ইঞ্জিন বিকল হয়ে পড়লে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে আনা বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি চালু করা হয় এবং বিকল ইঞ্জিনটি সরিয়ে নেওয়া হয়।

এর আগে দিনভর নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে করে নেত্রকোনা, মোহনগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকার কয়েকটি ট্রেনের শিডিউল বাদ যায়। দুর্ভোগে পড়েন রেল যাত্রীরা।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।