শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কাজীপাড়া আমতলায় এ ঘটনা ঘটে। সোহাগ কাজীপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় দাঁড়িয়ে ছিলেন সোহাগ। এ সময় অতর্কিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজল কান্তি মল্লিক বাংলানিউজকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সোহাগের মৃত্যু হয়েছে। তার পেট ও বুকের সাত জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন ছাড়াও গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে জড়িতদের আটকে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ইউজি/আরবি/