খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার সরকার বাড়ির লোকজনের সঙ্গে হাজীবাড়ির লোকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকালে চক বাজার এলাকায় হাজীবাড়ির দুলাল মিয়া ও জয়নাল মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ