শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত মার্কিন টেকনাফ উপজেলার সাব্রাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মৌলভী আলী আহমদের ছেলে ও চিহ্নিত মাদকবিক্রেতা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, কাটাপাহাড় এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এএটি