ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে গি‌য়ে ২ শ্র‌মিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে গি‌য়ে ২ শ্র‌মিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক প‌রিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাদারীপুর শহরের পৌরসভার পাকদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‌নিহতরা হ‌লেন- মস্তফাপুর ইউ‌নিয়‌নের চাপাতলী গ্রা‌মের অানিস মাতুব্বরের ছে‌লে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমা‌ঝি ইউ‌নিয়‌নের ভদ্র‌খোলা গ্রা‌মের শাহ আলম মাতুব্ব‌রের ছে‌লে সুমন মাতুব্বর (২২)।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বাংলানিউজকে জানান, শহ‌রের পাকদী এলাকার হা‌বিবুর রহমান মোল্লার বা‌ড়ি‌তে নির্মাণাধীন ভব‌নের সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে ভেতরে ঢোকেন সিরাজুল। তি‌নি ফি‌রে না আসায় অপর শ্র‌মিক সুমন ভেতরে ঢুকলে তিনিও অসুস্থ হ‌য়ে প‌ড়েন। প‌রে খবর দেওয়া হলে ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি দল এসে তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানে দায়িত্বরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।