ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অপহৃত ৩ শিশু সিরাজগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ঝিনাইদহে অপহৃত ৩ শিশু সিরাজগঞ্জে উদ্ধার উদ্ধারকৃত শিশুরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিন শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া শিশুরা হলো- ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দেবতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১১), একই গ্রামের মো. মধুর ছেলে মো. প্রান্ত (১২) ও আব্দুল মালেকের ছেলে মো. হানিফ (১৩)।

শনিবার  বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা থেকে অপহৃত হওয়া ওই তিন শিশুকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই তিন শিশু শৈলকুপার দেবতলা গ্রাম থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে ওইদিন দুপুরেই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। (জিডি
নং-১৩৫৭, তারিখ-২৮-০৯-১৮)। র‌্যাব-১২ সদস্যরা শনিবার ভোর রাতে তাদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।