শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সানিয়াজান নদীর তীরে অবস্থিত বাউরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতাজুর রহমান বাংলানিউজকে জানান, বাউরা বাজেরের কোনো এক দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে।
এরই মধ্যে বাউরা বাজারের বুলবুল, রঞ্জু, মিঠু, রাজু, আতিয়ার রহমান, আব্দুস সামাদ, আইনুল ইসলাম, সেমিল হোসেন, আলতাফ হোসেনের দোকানসহ প্রায় ১২টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
তবে ক্ষয়ক্ষতির তালিকার কাজ শুরু হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি