ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় প্রাণ গেলো একাত্তর টিভি কর্মকর্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বাসচাপায় প্রাণ গেলো একাত্তর টিভি কর্মকর্তার আনোয়ার ও দুর্ঘটনা কবলতি মোটরসাইকেল এবং বাস

ঢাকা: রাজধানীতে ভিআইপি পরিবহন নামে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেসরকারি টেলিভিশন একাত্তর এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম বাংলানিউজকে জানান, সকালে ভিআইপি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৭১৩৬) প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আনোয়ারের উপর উঠিয়ে দেয়।

এতে আনোয়ারসহ সিএনজিচালিত অটোরিকশায় থাকা আরও একজন আহত হন। পরে পথচারীরা  আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।  

এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালক সুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি সিকদার।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।