শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারনাচকৌড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে ছেলে রুবেলের বউ রুপার সঙ্গে শ্বশুর স্যামসালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলের বউকে মারধর করেন স্যামসাল। এসময় রুবেল বাড়িতে ছিলেন না। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকে।
পরে বেলা ১১টার দিকে রুবেল বাড়িতে এলে এ ঘটনাকে কেন্দ্র করে বাবার সঙ্গে রুবেলের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ