শনিবার (২৯ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় ওই উপজেলার জাতুকর্ণপাড়া ঈদগাহ এলাকার ম্যাক্সি গাড়িচালক আবু ছালেকের ছেলে এবং স্থানীয় জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সুফিয়া মতিন মহিলা কলেজের এক ছাত্রী কলেজে যাচ্ছিল। পথে হৃদয় তাকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি এড়িয়ে গেলে সে ছাত্রীটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন হৃদয়কে আটক করে।
দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ