শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার আলামিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে প্রতিবেশী মুর্শেদ আরিফের বাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে সে টাকা ফেরত দেয়। ওই ঘটনার পর থেকে আরিফসহ তার পরিবারের সদস্যরা মুর্শেদকে দেখলে প্রায়ই চুর বলে গালমন্দ করত। এতে ক্ষিপ্ত হয়ে সে শিশু আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, আরিফ হত্যার ঘটনায় মূলহোতা মুর্শেদ ও তার সহযোগী সাগরকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি