শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রশিদা বেগম ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
এর আগে, দুপুর ২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা খাতুন বাংলানিউজকে জানান, দুপুরে বৃদ্ধা তার বাড়ির কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস