ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৩ কি.মি. সড়কে সোলার স্টিক লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
কিশোরগঞ্জে ৩ কি.মি. সড়কে সোলার স্টিক লাইট সোলার স্টিক লাইট স্থাপন করে কর্মসূচির উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের তিন কিলোমিটার সড়কে এখন থেকে সোলার স্টিক লাইট জ্বলবে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সড়কের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মোড়ে একটি সোলার স্টিক লাইট স্থাপন করে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলম হোসেন, বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাক্ষারুল ইসলাম বাংলানিউজকে জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাউবোর মোড় থেকে মোজাম্মেল পেট্রোল পাম্প পর্যন্ত তিন কিলোমিটার সড়কে ১৮টি সোলার স্টিক লাইট স্থাপন করা হচ্ছে। একই প্রকল্পের আওতায় এ এলাকার বিভিন্ন দুস্থ পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আরও আট শতাধিক সোলার প্যানেল বিতরণ করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।