শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ চার বন্ধু হলেন- আবু হেনা মোস্তফা বাবু (৩২), সানি আহমেদ (২৭), কামাল হোসেন (৩০) ও পলাশ (৩০)।
দগ্ধদের বন্ধু সাব্বির জানান, কাফরুল ইব্রাহিমপুর পুলপারে মনা মিয়ার চায়ের দোকানে বসে তারা ছয় বন্ধু আড্ডা দিচ্ছিলেন। তাদের এক বন্ধু ধূমপান শেষে পাশেই একটি নালায় সিগারেটের শেষ অংশ ফেলে দেন। সেই নালা থেকে আগুনের ফুলকি গ্যাস সিলিন্ডারে এসে লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধ বাবু ও সানির অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এজেডএস/এএইচ