এর আগে, উপজেলা চেয়ারম্যান লিটু বৃদ্ধাকে পাঁচ হাজার টাকা নগদ দিয়ে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধাকে দেখতে এসে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, ২৭ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদপত্রে বিষয়টি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী ওই বৃদ্ধা মায়ের বিষয়ে খোঁজ খবর নিতে এবং তার পাশে দাঁড়াতে পুলিশকে নির্দেশ দেন।
>>আরো পড়ুন...সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন আ’লীগ নেতা লিটু
এসময় বৃদ্ধার চিকিৎসাসহ ভরণ-পোষণের সমস্ত খরচ পুলিশ বহন করবে বলে আশ্বাস দিয়ে বৃদ্ধার হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার। বৃদ্ধা মাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য দুইজন মহিলা পুলিশ ২৪ ঘণ্টা রাখার জন্য লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাসকে নির্দেশ দেন।
এদিকে, দুপুরে বৃদ্ধাকে দেখতে যান নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু। এসময় বৃদ্ধার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৮৬ বছরের বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করে রাস্তায় ফেলে রেখে যায় সন্তানেরা। পরদিন ভোরে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশের ভয় দেখিয়ে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনটি