শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে শাহমাহমুদপুর জাফর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুছ হাজীগঞ্জ উপজেলার চিলাচোঁ গ্রামের শিলাবাড়ীর মৃত সৈয়দুর রহমানের ছেলে।
নিহতের ছেলে খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, দুপুরে আবদুল কুদ্দুছ চাঁদপুরের যাওয়ার উদ্দেশে সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি শাহমাহমুদপুর জাফর বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে আবদুল কুদ্দুছ গুরুতর আহত হন। পরে ওই এলাকার কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনটি