ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চায় উত্তর কোরিয়া 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চায় উত্তর কোরিয়া  সেমিনারে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইউপ। ছবি: শাকিল

ঢাকা:  বাংলাদেশের সঙ্গে উত্তর কোরিয়া গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইউপ।

শনিবার ( ২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উত্তর কোরিয়া ওয়াকার্স পার্টির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সেমিনারের আয়োজন করে জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়া।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত পাক সং ইউপ বলেন, বাংলাদেশে এসে আমি খুব খুশি। আমি এই দেশে নতুন এসেছি। বাংলাদেশের জনগণের সঙ্গে উত্তর কোরিয়ার জনগণের বন্ধুত্ব রয়েছে। আগামী দিনেও আমরা ঢাকার সঙ্গে পিয়ংইয়ংয়ের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী।

সেমিনারে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, উত্তর কোরিয়া মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। উত্তর কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভয় পায়।

তিনি বলেন, উত্তর কোরিয়া পরমাণু শক্তিতে শক্তিশালী হয়েছে। তবে এ পরমাণু শক্তি শান্তির পক্ষে ও  সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যবহার হবে বলে আমাদের প্রত্যাশা।  

সাবেক সংসদ সদস্য সৈয়দ দিদার বখত বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের জনগণের মিল রয়েছে। আমরা ১৯৭১ সালে লড়াই করেছি। উত্তর কোরিয়াও আমাদের  মতো লড়াই করেছে। আমরা আশা করবো দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার সভাপতি জামাল উদ্দিন জামাল। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, সাংবাদিক এরশাদ মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।