ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্বআঠারো পাইখার গ্রামের বাবু বর্মণ (৪৫) ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের সাদ্দাম হোসেন (২৪)।

তার দুইজন উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বাংলানিউজকে জানান, শনিবার সকালে ওই দুজন উপজেলার গোড়াই বটটেকি এলাকার বাবুল মিয়ার নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। বিকেলে তারা নিচ থেকে দ্বিতীয় তলার ছাদে রড ওঠানোর সময় ওই ভবনের পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে রডের ছোঁয়া লাগে। এতে তারা দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ছাড়ে ৬টার দিকে হাসপাতালের চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।