ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মা সমাবেশ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ময়মনসিংহে মা সমাবেশ   মা সমাবেশ

ময়মনসিংহ: ময়মনসিংহে মা সমাবেশকে ঘিরে মিলন মেলা বসেছিল মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী উচ্চ বিদ্যালয়ে। ব্যতিক্রমী এ আয়োজনে বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি যেন পরিণত হয় উৎসবে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী উচ্চ বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।

 

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তি, অ্যাড. বদর উদ্দিন আহম্মেদ, অ্যাড. শমসের আলী, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮ 
এমএএএম/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।