শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুস্তাকিন ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে হবিবর তার শিশুপুত্র মুস্তাকিনকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে খালে গরু গোসল করাতে যান। শিশুটিকে নদীর ধারে রেখে তিনি গরু গোসল করাচ্ছিলেন। এরমধ্যে কোনও এক সময় শিশুটি পানিতে পড়ে যায়। হঠাৎ মুস্তাকিনকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৮
এসআরএস