শনিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’ এ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন এর সিলেট জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। তাই সঠিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনই পারে জনগণকে প্রকৃত মূল্যায়ন করতে। এজন্য আসন ভিত্তিক রির্টানিং অফিসার নিয়োগ ও তাদের প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, খেলাপী ঋণ পরিশোধের শর্ত শিথিল, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের বদলির ক্ষমতা ইসির হাতে অর্পণ, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান সংযোজন, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা ও ১২ ডিজিটের আয়কর সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা সৃষ্টির দাবি জানানো হয়।
সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, অ্যাডভোকেট নীলেন্দু দেব, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার।
এ সময় উপস্থিত ছিলেন কবি একে শেরাম, সংস্কৃতিকর্মী অনিল কুমার সিংহ, সাকের আহমদ শিকদার, সাবেক ব্যাংকার সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম, একডোর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, সুজন এর সহ সম্পাদক মিজানুর রহমান, সদস্য ইউসুফ আলী, এস রীনা দেবী, অ্যাডভোকেট মুহিত লাল ধর, তাহমিনা রোজী, লায়ন মিসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদ, রোটারিয়ান দেলওয়ার খান, ব্রাক কর্মকর্তা বিভাস চন্দ্র তরফদার, মো. কায়েম উদ্দিন, অ্যাডভোকেট তমাল চন্দ্র নাথ, অ্যাডভোকেট কায়সর আহমদ, আব্দুল মুহিত চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনইউ/আরআইএস/