ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার রিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিয়া মামুন তক্তি গ্রামের তোতা মিয়ার মেয়ে এবং রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বদনাতলী থেকে যাত্রী নিয়ে গলাচিপা যাওয়ার সময় একটি বোরাক (থ্রি-হুইলার) দুর্ঘটনার কবলে পড়ে। এতে রিয়া, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মারুফা, সুলতানাসহ ৫ জন আহত হয়। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমএস/এএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।