ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদকবিক্রেতা মো. ইকরাম প্রকাশ ওরফে পুতিয়া মিস্ত্রি (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ কর্মকর্তা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ইকরাম ওই এলাকার আজিজুল হক মিস্ত্রির ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ, কনস্টেবল দেলোয়ার হোসেন ও ইমন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, ইকরাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং টেকনাফের শীর্ষ মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে হ্নীলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দিনগত রাত সাড়ে ৩টার দিকে হ্নীলা কবরস্থান এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে তার সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে ইকরামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দু’টি দেশীয় তৈরি বন্দুক ও সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।