মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে সওজ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কুঠিবাড়ী ব্রিজ এলাকার দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি-ঘর ও দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে।
এ সময় তার জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযানকালে বুলডোজারের আঘাতে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক নামে এক দিন মজুর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, উচ্ছেদের সময় আব্দুর রাজ্জাক তার ঘর থেকে টিন খুলছিলেন। এ সময় অসাবধানতায় বুলডোজারের আঘাতে তিনি আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআরএস