ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
নাটোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রনি (১১) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই আরোহী।

মঙ্গলবার (০২ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রনি উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

আহতরা হলো- একই গ্রামের মিনারুলের ছেলে কাউছার আলী (২৪) ও জাহাঙ্গীরের ছেলে বাঁধন (১২)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, রাতে তারা তিনজন বাড়ি থেকে মোটরসাইকেলে করে জামনগর বাজারে যাচ্ছিলো। পথে মোটরসাইকেলের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর জখম হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। কাউছার ও বাঁধনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।