ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ফুটলো ‘নাইট কুইন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সৈয়দপুরে ফুটলো ‘নাইট কুইন’ নাইন কুইন (রাতের রানি) ফুল

নীলফামারী: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মুহাম্মদ কুদরত-ই খুদার বাসায় ফুটেছে নাইন কুইন। মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাতে ওই নাইন কুইন (রাতের রানি) ফুল ফুটে।

জানা গেছে, কুদরত-ই খুদা শখে বাগান তৈরি করেন শহরের অফিসার্স কলোনি এলাকায় নিজের সরকারি বাসভবনে। বেলকনিতে চারা সংগ্রহ করে লাগান নাইট কুইন।

দীর্ঘদিন পর সেই নাইট কুইন গাছে ফুল ধরে। এতে আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী।  

এ বিষয়ে মুহাম্মদ কুদরত-ই খুদা বাংলানিউজকে বলেন, নাইট কুইন গাছে ফুল ধরায় আমার বাগান করার সফলতা বলে মনে করি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।