ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
পাবনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ট্রেনে কাটা মরদেহ ঘিরে রয়েছে উৎসুক জনতা। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): পাবনার টেবুনিয়ার অদূরে পাবনা-ঈশ্বরদী রেল রুটে পাবনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের অদূরে ক্ষুদ্র মাটিয়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূবির দত্ত বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূবির দত্ত জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।