বুধবার (৩ অক্টোবর) সকালে থেকে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।
বন্ধ হওয়া রুট চারটি হচ্ছে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা ও বাগেরহাট-রুপসা।
এর আগে, মঙ্গলবার (২ অক্টোবর) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভা করে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।
ওই ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বাংলানিউজকে বলেন, তিনদিন আগে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে এক মাদকসেবী মাদক সেবন করছিলেন। এ সময় বাসচালক তা দেখতে পেয়ে মাদকসেবীকে বাধা দেওয়ায় কিছু শ্রমিক তাকে মারধর করেন। বিষয়টি বাস-মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান এ শ্রমিক নেতা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সমস্যার সমাধানে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস