মঙ্গলবার (০২ অক্টোবর) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পযর্ন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান হামিদুর রহমান।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
কেএসএইচ/এমজেএফ