মঙ্গলবার (২ অক্টোবর) দিবাগত রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিপুল জয়পুরহাট সদরের দোঁগাছী ইউনিয়নের জিতারপুর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট জেলা কারাগারের জেলার তারেক কামাল বাংলানিউজকে জানান, প্রতারণা মামলায় গত ২৩ সেপ্টেম্বর (রোববার) থেকে হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন বিপুল। মঙ্গলবার দিবাগত রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস