ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
নেত্রকোনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি 

নেত্রকোনা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেত্রকোনা শহরের পাড়লা এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে পৌঁছেছেন।

বুধবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ক্যাম্পের হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

সেখান থেকে রাষ্ট্রপতি সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অর্নার গ্রহণ করবেন।

পরে পুরাতন জেলখানা রুটে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোক সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তা দিতে শহরে বিভিন্ন পর্যায়ের ষোলশ (১৬০০) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে বলে জানান পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।