বুধবার (৩ অক্টোবর) ভোরের দিকে সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত মিন্টু মিয়া পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
স্থানীয়ারা জানান, অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় অটোচালক মিন্টু অবস্থানকালে অজ্ঞাতপরিচয় যুবক একা পেয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, নিহত অটোচালক মিন্টুর বুক ও পেটে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।
মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জিপি