এর আগে বুধবার (৩ অক্টোবর) সকালে এ ধর্মঘটের ডাক দেয় বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা ও বাগেরহাট-রুপসা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
ওই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর বাংলানিউজকে বলেন, ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ কমাতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সব রুটেই শ্রমিকরা বাস চালাচ্ছেন।
** বাগেরহাটে ৪ রুটে বাস চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস