ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি সেবা প্রদান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি সেবা প্রদান শুরু

ঢাকা: এখন থেকে প্রতি সোম ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কল্যাণ সম্পর্কিত যাবতীয় সেবা সরাসরি প্রদান করা হবে। বুধবার (৩ অক্টোবর) থেকে এই সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে-বিদেশে সেবা সংক্রান্ত বিষয়ে প্রার্থীরা সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা নিতে পারবেন। এ বিষয়ে আলোচনার জন্য মন্ত্রণালয়ের ৩২২ নম্বর রুম সবার জন্য উম্মুক্ত থাকবে।

সেবাপ্রার্থীরা মূল ফটকের অভ্যর্থনা কক্ষে এসে যোগাযোগ করে মন্ত্রণালয়ের প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন।  

সেবাপ্রার্থীরা যেসব সেবা নিতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো-যে কোনো কল্যাণ সেবা সংক্রান্ত অভিযোগ, বিদেশে আটক, নিখোঁজ সম্পর্কে তথ্য অনুসন্ধান, ব্যক্তির গোপনীয়তা রক্ষা করে যেকোনো তথ্য প্রদান ও কল্যাণ সেবা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।