মঙ্গলবার (০২ অক্টোবর) রাতে শহরের ফৌজদারী পাড়ার জনৈক আশমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন- ঢাকার মানিকগঞ্জ জেলার সদর উপজেলার চর মুকিমপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেরপুর পৌর কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম ওরফে বাঙ্গাল (২৫), ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়া এলাকার শামীম ইসলামের ছেলে মেহেরপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র টিপু পারভেজ (২২) ও ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে মেহেরপুর পৌর কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা (২২)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাশকতা সৃষ্টির লক্ষে ৩০-৪০ জন জঙ্গি সদস্য ফৌজদারী পাড়ার জনৈক আশমত আলীর বাড়িতে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে তিনটি পেট্রোল বোমা, আটটি ককটেল, দেশীয় অস্ত্র দা তিনটি, পাঁচটি রড, বোমা তৈরির কিছু সার্কিট ও লিফলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনটি