বুধবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি রেস্টুরেন্টে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি সাংবাদিকদের বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের বাসমতি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এ আইনের ৪৩ ধারায় হিরাঝিল রেস্টুরেন্ট, ১নং আদি ভান্ডারী ও রাজ ভান্ডারী হোটেল কর্তৃপক্ষকে পৃথক ভাবে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানার আদায় করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো. শাহজাহান হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
এএইচ