ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে এমপি সামাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মায়ের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সিলেটে এমপি সামাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মায়ের মামলা

সিলেট: মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকির অভিযোগ এনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৩ অক্টোবর) দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম। মামলায় ৫০২ ধারায় মানহানিকর বক্তব্য দেওয়া ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মহসীন আলী বাংলানিউজকে বলেন, উপজেলা সদর ইউনিয়নের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাদীর ছেলে সাব্বিরের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকি দেন। তাই নিরাপত্তাহীনতার কারণে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, যেকোনো রাজনৈতিক ব্যক্তি বক্তব্যে অন্য কেউ খুঁত খুঁজে বের করে মামলা করতে পারেন। এটা তার নাগরিক অধিকার। আমি কোনো অপরাধ করিনি। কি বক্তব্য দিয়েছি, তাও স্মরণে নেই। তারা প্রমাণ করুক। আর নির্বাচন ঘনিয়ে এলে এরকম অনেক কিছুই হয়।

তিনি বলেন, পিঠাইটিকর আলোচিত সুনাম হত্যার পাঁচ আসামির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। বলেছি, এ পাঁচ আসামির মধ্যে একজনও ছাড় পাবে না। এদের উপযুক্ত বিচার হবে। এছাড়া যাচাই-বাছাই করে দোষীদের আইনের আওতায় আনতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছি। কেননা এ মামলায় গ্রেফতার এক আসামি আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাই নিহতের পরিবার যাতে ন্যায়বিচার পান সেই কথাই বলেছি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।