ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অর্ধশতাধিক পরিবার ফেরত পেল দখল হওয়া রাস্তা-জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
অর্ধশতাধিক পরিবার ফেরত পেল দখল হওয়া রাস্তা-জমি দেয়াল ভেঙে ফেলছেন উপজেলা প্রশাসন

গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের তুরুর বাজার এলাকায় সরকারি ও অন্যের জমি দখল করে গড়ে তোলা দেয়াল ভেঙে দিয়েছেন প্রশাসন। এতে অন্তত ১০টি পরিবার অবরুদ্ধতার হাত থেকে রক্ষা পেল এবং ৬১টি পরিবার ও ব্যবসায়ীর দখল হওয়া জমি ফেরত পেয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে গিয়ে ওই দেয়ালটি ভেঙে ফেলেন।

জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী নুর ইসলাম শেখ কোটালীপাড়া উপজেলার নয়াকান্দির তুরুর বাজারে ব্যক্তিগত জমিসহ সরকারি জমি দখল করে দীর্ঘ দেয়াল তুলে দেন।

এতে করে ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পরে এবং স্কুল শিক্ষার্থীসহ ৬১টি পরিবার ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পরে। এ ঘটনার প্রতিবাদ করলেই ওই প্রভাবশালী ব্যবসায়ী বিভিন্নভাবে হুমকি দিতেন।

ওই এলাকার আলোমতি বিশ্বাস, আরতি বিশ্বাস, শাহজাহান ব্যাপরীসহ কয়েজন বাংলানিউজকে জানান, দীর্ঘ ছয় মাস চরম ভোগান্তির মধ্যে ছিল তারা। উঁচু দেয়াল ডিঙিয়ে যাতায়াত করতে হতো। স্কুল শিক্ষার্থীদেরও এভাবে কষ্ট করে স্কুলে যেতে হতো। বুধবার প্রশাসন থেকে দেওয়ারটি ভেঙে দেওয়ায় ভোগান্তী থেকে রক্ষা পেয়েছেন তারা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো থেকে এ ব্যাপারে আবেদন করা হয়েছিলে। মানবিক বিষয়টি বিবেচনা করে দেয়ালটি ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে স্থায়ীভাবে সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।