ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তি স্থাপন করলেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তি স্থাপন করলেন রাষ্ট্রপতি নেত্রকোনায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোনাজাত করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নেত্রকোনা: নেত্রকোনা শহরের পুরাতন জেলখানা সড়কে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি হেলিকপ্টারে করে নেত্রকোনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে এসে পৌঁছান।

এরপরে জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।  বিকেলে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মোক্তারপাড়া মাঠে আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।