কোটা বহাল দাবিতে শাহবাগে আন্দোলনকারীরা। ছবি: শাকিল
ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক অাল মামুন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে রাত ১টার দিকে তিনি এ ঘোষণা দেন।
অাল মামুন বলেন, অামাদের দাবি অাদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না৷ অামরা সারারাত এখানে অবস্থান করবো।
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করলে রাজপথ ছাড়বো। এর আগে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাত ৮টার দিকে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে কোটা বহালের আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
** কোটা বহালের আন্দোলনকারীদের পাশে থাকবে ছাত্রলীগ
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসকেবি/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।