বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কাজিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল পাকুন্দিয়া উপজেলার অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাজিহাটি এলাকায় দুর্বৃত্তরা সোহেলকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে বলেন, কে বা কারা সোহেলকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আজহারুল।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর, ০৪, ২০১৮
আরআইএস/