বুধবার ( ৩ অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের লেফটেন্যান্ট. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে।
এদিকে এদিন সন্ধ্যায় কোস্টগার্ডের একটি দল টেকনাফ সাইরন খালের পাশে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪০ ক্যান সিংহা বিয়ার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দ কৃত গাঁজা ও বিয়ার টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডার আল মারুফ।
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরআইএস/