ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৬

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ঈশ্বরদীতে মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ দগ্ধ ৬ দগ্ধ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি-বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে উন্নয়ন মেলার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থীসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে শিশুদের কাছে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন বাপ্পি। এসময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাঁচ শিশু ও বেলুন বিক্রেতা বাপ্পি দগ্ধ হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসনা হেনা বাংলানিউজকে জানান, বেলুন বিক্রেতার দুই পা ঝলসে গেছে। আর পাঁচ শিশুর মধ্যে দু’জনের সারা শরীরে ক্ষত হয়েছে। এ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।